নামে-ভারে ইন্টার মিয়ামির চেয়ে বেশ এগিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বরাবরের মতো ঘরোয়া লিগে দাপটের পাশাপাশি সবশেষ চ্যাম্পিয়নস লিগের মুকুট পরেছে তারা।
২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকে যখন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তখন পাশে ছিল তার চার বছরের মেয়ে জানা। ১০ বছর পর আরও একবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন- এবার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। যদিও এবার সঙ্গে নেই জানা।